প্রকাশিত: Wed, Jan 17, 2024 9:43 AM
আপডেট: Sun, Jan 25, 2026 11:30 PM

[১]তাইওয়ানের নির্বাচন: এক চীন নীতিতেই সমর্থন করেছে বাংলাদেশ

সালেহ্ বিপ্লব: [২]পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে ফেসবুক পেইজে এক বিবৃতিতে তাইওয়ান প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছে। 

[৩] মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ানে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে যেকোনো ধরনের অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে জাতিসংঘ সনদ অনুযায়ী এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার আহ্বানও জানায় বাংলাদেশ। 

[৪] গত শনিবার তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।  ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি তাইওয়ানের স্বাধীনতাকামী নেতা। তবে তিনি যুক্তরাষ্ট্রপন্থী হওয়ায় তাইওয়ানের নতুন প্রশাসনের সঙ্গে চীনের সংঘাত বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। সম্পাদনা:সমর চক্রবর্তী